এক দিনে ঘুরে আসুন গাঙ্গিনার পাড় | জয়নুল আবেদন সংগ্রহশালা | ময়মনসিংহ | ভ্রমণ গাইড
এক দিনে ঘুরে আসুন গাঙ্গিনার পাড় | জয়নুল আবেদন সংগ্রহশালা | ময়মনসিংহ | ভ্রমণ গাইড
ময়মনসিংহ জেলার নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র
জন্য এ অঞ্চলে একটি নুতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে নসরতশাহী বা নাসিরাবাদ নামের
সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ, নাম আজও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও
নাসিরাবাদ কথাটি উল্লেখ্য করা হচ্ছে না। ১৭৭৯ সালে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি
'ময়মনসিংহ' অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে 'মিহমানশাহী' এবং
'মনমনিসিংহ' সকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে। যা বর্তমান ময়মনসিংহকেই ধরা হয়
বিখ্যাত খাবার
মুক্তা-গাছার মন্ডা
বিখ্যাত স্থান
শশী লজ
গৌরীপুর লজ
আলেকজান্ডার ক্যাসেল
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
স্বাধীনতাস্তম্ভ
ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক
ময়মনসিংহ জাদুঘর
বোটানিক্যাল গার্ডেন
নজরুল স্মৃতি কেন্দ্র
মুক্তাগাছা জমিদারবাড়ি
মহারাজ সূর্যকান্তের বাড়ি
গৌরীপুর রাজবাড়ি
বীরাঙ্গনা সখিনার মাজার
রামগোপাল জমিদারবাড়ি
ফুলবাড়িয়া অর্কিড বাগান
চীনা মাটির টিলা
আবদুল জববার স্মৃতি জাদুঘর
কুমিরের খামার
তেপান্তর ফিল্ম সিটি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ময়মনসিংহ
আমাদের এই ওয়েব সাইট টি যদি ভাল লাগে এবং আপনি উপকৃত হন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন এবং আপনার ভ্রমণ কাহিনী শেয়ার করুন আমাদের ফেসবুক গ্রুপে ।👇
No comments