Web Banner

About US

 

আমাদের সম্পর্কে (About Us) 


নাদিম নোটস ২০২০ সালে যাত্রা আরম্ভ করলেও প্রকাশ করেছে ২০২২ সালের ১৫ জুলাই। এরপর এখন পর্যন্ত এর পেছনে বিরামহীন পরিশ্রম করে এ অবস্থায় আনা হয়েছে।

 

পরিসংখ্যান

এই সাইটের টিউটোরিয়াল সংখ্যা হলো মাত্র ৭০ টির মত, তম্মোধ্যে প্রায় ৬০ ভাগই হলো বিভিন্ন সাইট/বই থেকে অনুবাদ করা। আর গুনগত মান কোন ন্তর্জাতিক পর্যায়ের পাবলিকেশন/সাইটের থেকে কম হবেনা। এটা আমাদের দ্ব্যর্থহীন দাবি।

কয়েকটি অনুবাদকৃত টিউটোরিয়াল এখনও রাখা হয়েছে কারন একসময় যারা এই সাইটের জন্য পরিশ্রম করেছিলেন আমরা তাদের নাম বাকি রাখতে চাই।

অনলাইন টিউটোরিয়ালের পাশাপাশি কম্পিউটার সমস্যা এবং সমাধান পার্ট কেন পাবলিশড করা হচ্ছে 

কম্পিউটার এর ব্যবহার দিন দিন বেড়ে চলছে। প্রয়োজন ও গুরুত্ব কোনোটারই কমতি নেই। কথাগুলো পুরোনো তবে কথা সত্যি। আবার এও সত্যি যে কম্পিউটার সম্পর্কে অনেকেরই অজ্ঞতা রয়েছে। কম্পিউটার সম্পর্কে যাদের একদমই ধারণা নেই এবং যারা আইটি সাপোর্ট এ জব করে বা জব খুঁজতেছে তাদের জন্য এই সাইট টি। আপনি হয়তো ভাবছেন কম্পিউটার সম্পর্কে কে না জানে? যদিও এখন আপনি কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু একটা সময় ছিলো যখন আপনি কম্পিউটারের কিছুই জানতেন না।


পৃথিবীর ইতিহাসে আবিস্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসগুলোর একটি হলো কম্পিউটার, এটি ব্যবহৃত হয় না এমন ক্ষেত্র পৃথিবীতে খুব কমই আছে।বর্তমান বিশ্বে প্রতিটি কাজে কম্পিউটার ব্যবহার হচ্ছে। কম্পিউটার জ্ঞান ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা যায় না।  আর তাই আপনার কম্পিউটার শেখা কে একটি মজার অভিজ্ঞতায় পরিণত করতে, আপনাকে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার শেখায় উৎসাহিত করতে, মোটকথা আপনার কাছে কম্পিউটার কে একটু ভিন্নভাবে তুলে ধরতেই এই ছোট্ট একটি প্রচেষ্টা।


এই সাইটটি তে নিম্নলিখিত বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছেঃ-

1. টিউটোরিয়াল (এক্সেল ভিবিএ, এইচটিএমএল, সিএসস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি) 

2. এডভান্সড এক্সেল 

3. আইটি সাপোর্ট 

4. কম্পিউটার সমস্যা এবং সমাধান 

5. আইসিটি ক্লাস রুম

6. কম্পিউটার পরিচিতি

7. Windows Operating System সম্পর্কে ধারণা

8. Microsoft Word ( MS Word ) / মাইক্রোসফট ওয়ার্ড

9. Microsoft Excel( MS Excel) / মাইক্রোসফট এক্সেল

10. Microsoft Power Point ( MS Power Point ) / মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

11. Microsoft Access ( MS Access ) / মাইক্রোসফট এক্সেস

12. Adobe Photoshop ( এডোবি ফটোশপ )

13. Adobe Illustrator ( এডোবি ইলাষ্ট্রেটর )

14. অপারেটিং সিস্টেম (Windows, Linux) 


সাইটি তৈরি করার সময় কম্পিউটারের বিভিন্ন কাজের উদাহারণস্বরূপ ছবি ব্যবহার করা হয়েছে বিধায় এই সাইটের সাইজ একটু বড় হয়েছে। আশাকরি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


বর্তমানে সাইট টির কন্টেন্ট বিভিন্ন কন্ট্রিবিউটর এবং

নানা রকম সোর্স থেকে সংগৃহীত এবং সংকলিত।

You can download our premium templates (most of them is free of cost) to use  in your daily work.

I also upload tutorial videos regularly.

Subscribe us on Youtube



If you want to support with small donation so that I can continue the quality work.

No comments

Theme images by latex. Powered by Blogger.