কিভাবে Team View installation এবং উইন্ডোজ এনাবল করতে হয়
Team Viewer on Windows
কিভাবে একটা সিস্টেম থেকে আরো সিস্টেমে রিমোট এক্সেস করবেন Team Viewer মাধ্যমে । এখানে খুব সহজেই দেখানো হয়েছে কিভাবে Team Viewer installation করবেন, তাইলে চলে শুরু করি -
Step 1: Download Team Viewer and Install
প্রথমে ডাউনলোড করি তাদের অফিসিয়াল ওয়েব সাইট থেকে। সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম, তাইলে করে ফেলেন ডাউনলোড 👇😎
https://www.teamviewer.com/en/download/windows/
Step 2: Install the file and Open the Team Viewer:
যেহেতু ডাউনলোড করে ফেলেছেন তাইলে ইন্সটল করে ফেলেন তো দেখি তাড়াতাড়ি। ইন্সটল হয়ে গেলে এই রকম interface দেখাবে
যখনি ইন্সটল শেষ হবে তখন আপনাকে একটা পার্টনার আইডি দিয়ে দিবে, এটা ৯ সংখ্যা বিশিষ্ট। এই সংখ্যা লাগবে যখন অন্য সিস্টেম এর সাথে কানেক্ট হতে চাইবেন।
Step 3: Remote Control
এরপরে, টিম ভিউয়ার টাচ অ্যাপটি চালু করুন এবং স্ক্রিনের উপরের বাম দিকের কোণায় ডেডিকেটেড ফিল্ডে অংশীদার আইডি ঢোকান। তারপর, রিমোট কন্ট্রোল বোতাম টিপুন
সংযোগ স্থাপন করা হলে আপনাকে ডেডিকেটেড ক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে বলা হবে। এটি টাইপ করুন এবং OK চাপুন।
উইন্ডোজ বা উবুন্টু যাই হোক না কেন উপরের পদক্ষেপগুলি ইনস্টলেশন এবং অন্য মেশিনে দূরবর্তী অ্যাক্সেসের জন্য খুব সহজ।
No comments